( বৃহস্পতিবার )
বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০
বক্সায় এখন অনেক বাঘ
একটি সুখবর। জলপাইগুড়ি জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পে এখনও পর্যন্ত ৩৩ টি বাঘের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। বক্সা ব্যঘ্র প্রকল্পের অধিকর্তা আর পি সাহানি জানিয়েছান। ২০০৭ সাল থেকে এই প্রকল্পের বাঘ গননা শুরু হয়। প্রথমে আশানুরূপ ফল পাওয়া না গেলেও এই বছর ফেব্রুয়ারি মাসে বাঘেদের থাবার চিহ্ন, মল ইত্যাদির নমুনা সংগ্রহ করে হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যাণ্ড মলিকিউলার বায়োলজিতে পাঠানো হয়। সেখানে পাঠানো ৮৩ টি নমুনার মধ্যে ৫৫ টি নমুনা পরীক্ষা করে জানা যায় মোট ৩৩ টি বাঘের অস্তিত্ব এখানে রয়েছে। তবে, পুরুষ ও স্ত্রী বাঘের সংখ্যা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও পরিবেশ প্রেমিদের একাংশ মনে করেন আদেও বক্সায় এত বাঘ নেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কপিরাইট © দেবাশিস গুহ, দেবপাড়া চা বাগান, বানারহাট, জলপাইগুড়ি. Blogger দ্বারা পরিচালিত.
দাদা তোমার এই পোস্ট টা আমার ভালো লেগেছে।তুমি পরিবেশ সমন্ধে এতো খবর রাখো দেখে ভালো লাগলো।
উত্তরমুছুনপ্রসঙ্গত বলে রাখি এক সময় আমার বক্সায় খুব যাতায়াত ছিল। ১৯৮৩ কি ১৯৮৪ সাল হবে, আমরা বক্সা থেকে জয়ন্তি ট্রেকিং করছি, আমাদের c.c. বল্লেন সাবধানে হাটিস, এখানে ১৮ টি বাঘ আছে। এই '১৮' সংখ্যা টি আমার আজও মনে আছে। সেই হিসাবে বলা যায় সত্যি বাঘের সংখ্যা বেড়েছে।
উত্তরমুছুনথাকুক বাঘ মানুষের সহাবস্থানে । bdtender.com একটি অনলাইন টেন্ডার/দরপত্র বিজ্ঞপ্তি পরিসেবা পোর্টাল
উত্তরমুছুন