মঙ্গলবার, ৬ জুলাই, ২০১০

নিজের ঢাক নিজেই পিটাই

  আমি শ্রী দেবাশিস গুহ, বর্তমানে বানারহাটের একটি চা বাগানে কাজ করলেও আমার জন্ম ও ছোটবেলা কাটে জলপাইগুড়িতে।
      অল্প বয়সে সবাই যখন আড্ডা মেরে বেড়ায়, আমি তখন জড়িয়ে পড়লাম এক আন্দোলনে। তবে তা বিজ্ঞান আন্দোলন। আমরা তিন বন্ধু মিলে (আমি, প্রসাদ রায় ও প্রবীর দাস) শ্রী পরিমল দে (খোকাদা)-এর সহযোগিতায় ১৯৮২ সালে গড়ে তুললাম ‘জলপাইগুড়ি সায়েন্স এ্যাণ্ড নেচার ক্লাব’। আমাদের যাত্রা শুরু কৃষ্ণনগরে অনুষ্ঠিত ‘সর্বভারতীয় বিজ্ঞান ক্লাব সন্মেলন’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে।
       এর পর একে একে ক্লাবে যোগ দিলেন ডঃ বিমলেন্দু মজুমদার, ডঃ আনন্দ গোপাল ঘোষ, শ্রী প্রদীপ চক্রবর্ত্তী, শ্রী প্রদীপ সেনগুপ্ত, শ্রীমতি ইন্দীরা সেনগুপ্ত, অধ্যাপক পরেশ চক্রবর্ত্তী, ডাঃ মন্মথনাথ নন্দী, শ্রীমতি রত্না সেন রায়, ডঃ স্বপন সেনগুপ্ত, শ্রী অজিতবন্ধু ধর (তুলসী), শ্রী গৌতম ঘোষ, শ্রী দীপক দেব প্রমুখেরা।
      সেই সময় মাঝে মাঝে বেড়িয়ে পড়তাম বিভিন্ন ‘অ্যাডভেঞ্চারে’। কখনো ‘মানস’ অভয়ারণ্যে, কখনো বা বক্সার পাহাড়ে আবার কখনো বা জয়ন্তীতে, পূর্ণিমা রাতে নদীতে হাতি দেখতে।
      দূরে কোথাও যেতে না পারলে বেড়িয়ে পড়তাম কাছে পিঠেই। পূর্ণিমার রাতে বন্ধু প্রসাদ ও দীপকের সাথে হয়তো হেটেই ফেললাম দশ কিলোমিটার পথ। মনে পড়ে ক্লাবের সব ‘মেম্বার’দের নিয়ে জুবলী পার্কের ‘স্পারে’ বসে অনেক রাত পর্যন্ত ‘টেলিস্কোপ’ দিয়ে হ্যালীর ধুমকেতু দেখা। সাথে থাকতেন অধ্যাপক পরেশ চক্রবর্ত্তী। আজও স্যারের কথা খুব মনে পড়ে।
        এই ভাবে যখন গোটা উত্তরবাংলার জঙ্গল ঘুড়ে বেড়ানো হয়ে গেল। তখন বন্ধু প্রসাদ ও কয়েকজনকে সাথে নিয়ে সাইকেলে চড়ে বেড়িয়ে পড়লাম দিল্লির উদ্দ্যেশে। নালন্দা, রাজগির, গয়া, বুদ্ধগয়া, সাসারাম, বেনারস, এলাহাবাদ, অযোধ্যা, লক্ষ্ণৌ, কানপুর, মথুরা, বিন্দাবন হয়ে পৌছালাম দিল্লিতে। সাইকেলে চড়ে বেড়ানোর নেশা মাথায় চড়ে বসলো। ঠিক করলাম আবার বেড়োতে হবে।
      যেমন কথা তেমন কাজ। আবার বেড়িয়ে পড়লাম ভূল্পালের পথে। তবে একটু ঘুর পথে। প্রথমে পূরী তারপর রায়পুর, আমার প্রিয় নেতা শঙ্কর গুহ নিয়োগীর দূর্গ, ভিলাই, নাগপুর হয়ে ‘গ্যাস ট্র্যাজেডির’ শহর ভূপাল।
      আজও চেষ্টা করি সময় পেলে সময় পেলে ক্যামেরা হাতে বেড়িয়ে পড়ার। তবে চেষ্টাই সার হয়। বেড়ানো আর হয়ে ওঠে না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts with Thumbnails
কপিরাইট © দেবাশিস গুহ, দেবপাড়া চা বাগান, বানারহাট, জলপাইগুড়ি. Blogger দ্বারা পরিচালিত.