রেল লাইনের পর এবার রাজপথ। হাতিদের অবরোধ কর্মসূচি অব্যাহত। মঙ্গলবার গুলমায় রেললাইনে দাঁড়িয়ে থেকে ট্রেন আটকে দেবার পর বুধবার(১৮-০৮-১০) জাতীয় সড়কে (৩১ সি)দাঁড়িয়ে থেকে যানবহন আটকে দিল হাতি। এবারের ঘটনা ঘটেছে নাগরাকাটার উপকণ্ঠে খুনিয়া মোড়ের কাছে। সকাল সাড়ে নটা থেকে সারে দশটা পর্যন্ত পাক্কা এক ঘণ্টা জাতীয় সড়ক আটকে রাখে একটি পূর্নবয়স্ক মাকনা হাতি। হাতিদের এই একের পর এক অবরোধ হাতি হত্যার নিঃশব্দ প্রতিবাদ কিনা কে যানে!
উল্লেখ্য, ট্রেনের ধাক্কায় সম্প্রতি মূর্তি রেলসেতু সংলগ্ন এলাকা ও মহানন্দার জঙ্গলে দুটি হাতির মৃত্যু হয়েছে। এর পরই শুরু হয় হাতিদের রেললাইন অবরোধের পালা। সপ্তাহখানেক আগে চাপড়ামারির জঙ্গল চেরা রেললাইনে একপাল হাতি আটকে দেয় আলিপুরদুয়ার জংশনগামী মহানন্দা এক্সপ্রেসকে। গত মঙ্গলবার গুল্মায় একটি দাঁতালের জন্য আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। বুধবার খুনিয়ার ঘটনায় জাতীয় সড়কে কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়ে যায়।



Indian Rupee Converter
এটাকে আমার কাছে হাতিদের সচেতন প্রতিবাদ বলেই মনে হচ্ছে।
উত্তরমুছুনআপনার ব্লগটি ভাল লাগল। মাঝে মধ্যেই পড়তে আসবো। নিয়মিত লিখবেন আশা করি।
প্রতিবাদ তো করবেই ! আর কতকাল !
উত্তরমুছুনwww.bdtender.com একটি অনলাইন টেন্ডার/দরপত্র বিজ্ঞপ্তি পরিসেবা পোর্টাল