শুক্রবার, ৫ নভেম্বর, ২০১০

কৈফিয়ৎ


আমাকে অনেকেই প্রশ্ন করেন যে “আপনি হাতি তথা বন্যপ্রাণী নিয়ে এত লেখা লেখেন আর  আপনার আবাসন থেকে ঢিল ছোড়া দুরত্বে (মরাঘাটে) সাতটি হাতি ট্রেনে চাপা পরে মারা  গেল, যা হাতি তথা বন্যপ্রাণীদের ইতিহাসে আগে কখনো ঘটে নাই। অথচ আপনি এ ব্যাপারে একেবারে নিশ্চুপ।“  সত্যি আমার আবাসনের কাছেই এতবড় একটা ঘটনা ঘটে গেল অথচ আমি একবারের জন্যেও সেখানে গেলাম না। ইচ্ছা করেই যাই নাই। যেমন যাই নাই রেডব্যাঙ্ক চা বাগানের ক্ষেত্রেও। কদিন আগেই সেখানেও ট্রেনে চাপা পড়ে একটি হাতির মৃত্যু হয়েছিল।
 আমি খুব সকালেই খবরটা পেয়েছিলাম। তবে মৃত্যুর সংখ্যাটা সঠিক ছিল না। বলেছিল পাঁচ টি হাতির মৃত্যু হয়েছে। খবরটা দিয়েছিল যারা, তারাই একসময় আমাকে বিদ্রুপ করতো। আমার অপরাধ, আমি এন.জে.পি থেকে আলিপুর দুয়ার পর্যন্ত রেলপথ মিটার গেজ থেকে ব্রড গেজ-এ রুপান্তারের বিপক্ষে ছিলাম। প্রতিদিন হাতির অত্যাচারের শিকার হলেও তারাও কিন্তু এই মৃত্যু ভালো ভাবে নেয় নি। আমি যাই নাই কারন আমি এই নির্মম ইতিহাসের সাক্ষী চাই নি, তাই টি.ভি. তেও এই দৃশ্য দেখি নি। দূর থেকে শিশু সহ সাতটি হাতির শুধু  আত্মার শান্তি কামনা করেছি।

৫টি মন্তব্য:

  1. This is very nice site The information you give will prove to be of great value to me, I hope that. It is our wish that you continue to write great articles in such a future. Thanks for sharing this article. Thank you

    উত্তরমুছুন
  2. Joy News will help you for finding any important News like all district news, customs news - import and export, business news, share bazar news, exclusive feature news, special news. You get this this information with in a secound when the things happen. Right now JoynewsBD covers whole Bangladesh from the latest chittagong news to Chittagong city news
    Chittagong port news
    Chittagong hill news
    Coxsbazar news
    Bangladesh customs news
    Bangladesh share bazar news
    Bangladesh business news

    উত্তরমুছুন

Related Posts with Thumbnails
কপিরাইট © দেবাশিস গুহ, দেবপাড়া চা বাগান, বানারহাট, জলপাইগুড়ি. Blogger দ্বারা পরিচালিত.