বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০১০

এবার হাতির পথ অবরোধ

রেল লাইনের পর এবার রাজপথ। হাতিদের অবরোধ কর্মসূচি অব্যাহত। মঙ্গলবার গুলমায় রেললাইনে দাঁড়িয়ে থেকে ট্রেন আটকে দেবার পর বুধবার(১৮-০৮-১০) জাতীয় সড়কে (৩১ সি)দাঁড়িয়ে থেকে যানবহন আটকে দিল হাতি। এবারের ঘটনা ঘটেছে নাগরাকাটার উপকণ্ঠে খুনিয়া মোড়ের কাছে। সকাল সাড়ে নটা থেকে সারে দশটা পর্যন্ত পাক্কা এক ঘণ্টা জাতীয় সড়ক আটকে রাখে একটি পূর্নবয়স্ক মাকনা হাতি। হাতিদের এই একের পর এক অবরোধ হাতি হত্যার নিঃশব্দ প্রতিবাদ কিনা কে যানে!

উল্লেখ্য, ট্রেনের ধাক্কায় সম্প্রতি মূর্তি রেলসেতু সংলগ্ন এলাকা ও মহানন্দার জঙ্গলে দুটি হাতির মৃত্যু হয়েছে। এর পরই শুরু হয় হাতিদের রেললাইন অবরোধের পালা। সপ্তাহখানেক আগে চাপড়ামারির জঙ্গল চেরা রেললাইনে একপাল হাতি আটকে দেয় আলিপুরদুয়ার জংশনগামী মহানন্দা এক্সপ্রেসকে। গত মঙ্গলবার গুল্মায় একটি দাঁতালের জন্য আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। বুধবার খুনিয়ার ঘটনায় জাতীয় সড়কে কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়ে যায়। 

বুধবার, ১৮ আগস্ট, ২০১০

বুনো হাতির ট্রেন অবরোধ!

“বিড়ল প্রজাতির বিড়াল উদ্ধার”, “স্কুল ঘর থেকে বিষাক্ত সাপ উদ্ধার”, “মিড-ডে মিলের চাল খেয়ে গেল দাঁতাল হাতি”, “রাজ পথে বাইসন”, “লোকালয়ে পাইথন”, “বিড়ল প্রজাতির প্যাঁচা উদ্ধার করল স্থানিয় বিজ্ঞান ক্লাবের সদস্যরা”
আজকাল খবরের কাগজ খুললে প্রায় রোজই চোখে পরে এই ধরনের কিছু সংবাদ।  কখনো ভেবে দেখেছেন কি কেন এই হাতিরা মিড-ডে মিলের চাল খেতে স্কুলে আসে। এরা নিশ্চয় ছাত্র নয়  বা বিষাক্ত সাপেরাও নিশ্চয় ক্লাস করতে স্কুলে আসে না। তবে এরা বন থেকে বেড়িয়ে এলো কেন?
আসলে বন্যরা এখন আর বনে সুন্দর নেই। বনকে এখন তারা আর নিরাপদ স্থান বলে মনে করতে পারছে না। দিন দিন বন কমে আসছে, খাবারের প্রচণ্ড অভাব। তার ওপর চোরাশিকারীর অত্যাচার। গোদের ওপর বিষফোরের মতন এখন আবার এক নতুন উপসর্গ দেখা দিয়েছে। ট্রেনে কাটা পরে হামেশাই বন্যপ্রাণীদের মৃত্যু হচ্ছে। সম্ভবত এইসব ঘটনার প্রতিবাদ করতেই মঙ্গলবার রেল অবরোধ করল একটি হাতি। উত্তরবঙ্গ সংবাদের খবরটি এই রকম।
ডুয়ার্সের মধ্য দিয়ে যাওয়া রুটে মঙ্গলবার দফায় দফায় একাধিক ট্রেন অবরুদ্ধ হয়ে রইল একটি হাতির জন্য।
নিউ জলপাইগুড়ি থেকে ডুয়ার্স হয়ে আলিপুরদুয়ার জংশনগামী রুটে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটছে। এ নিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে বহু দরবার করা হয়েছে রাজ্যের বনদপ্তরের তরফে। পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি একাধিক সুপারিশও করেছে। কিন্তু কোনোটাই কার্যকর করা হয়নি। ফলে ট্রেনে কাটা পড়ে হাতি সহ অন্য বন্যপ্রাণীর মৃত্যুকেও আটকানো যায়নি। মঙ্গলবার সম্ভবত সেইসব ঘটনার প্রতিবাদ জানাল একটি হাতি, রেল অবরোধ করে।
এদিন সকালে নিউ জলপাইগুড়িগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের চালক সেবক স্টেশন পেরিয়ে আসার পর গুলমার কাছাকাছি রেললাইনের উপর একটি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। দীর্ঘ হর্ণের আওয়াজ শুনে হাতিটি লাইন ছেড়ে পাশে সরে যায়। তবে তার আগে এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষন দাঁড়িয়ে থাকে। পরে হাতিটি লাইন থেকে সরে দাঁড়ানোর পর ট্রেনটি চলতে শুরু করলে হাতিটি ঘুরে দাঁড়িয়ে শুঁড় দিয়ে ইঞ্জিনে আঘাত করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে বেশ খানিকটা পথ দৌঁড়ায় হাতিটি। এবং শুঁড় দিয়ে ঘনঘন ট্রেনের কামরায় আঘাত করার চেষ্টা করে।
এরপর দুপুরে এবং বিকালে একটি মালগাড়ি এবং এনজেপি-আলিপুরদুয়ার প্যাসেঞ্জারেরও পথ অবরোধ করে হাতিটি। কিছুক্ষন অবরোধের পর অবশ্য লাইন ছেড়ে সরে যায় সে।
তবে কি মানুষের বনধ, অবরোধ সংস্কৃতি ছড়াল বন্যপ্রানীদের মধ্যেও?

রবিবার, ৮ আগস্ট, ২০১০

প্রসঙ্গঃ চা

আমার ব্লগে বার বার চা-র প্রসঙ্গ আসে শুধু ভোর হলেই চাতক পাখির মতো চায়ের পেয়ালার জন্য চেয়ে থাকি বলে নয়। আসলে আমি কর্মসূত্রে চা-এর সাথে জড়িত। তাই কিছুটা দায়বদ্ধতা থেকে যায়। এই পানীয়টির জন্ম চীনে। ভারতবর্ষে চা গাছের গোড়াপত্তন ১৮২৩ সালে। নাম করতেই হবে রবার্ট ব্রুস, অসমের মণিরাম দেওয়ান এবং সেই সঙ্গে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দ্বারকানাথ ঠাকুর মহাশয় এবং সিংফো জনজাতির প্রধানের ভূমিকা। অরুণাচল ও মায়ানমারের লাগোয়া পাটকই পাহাড়ের সানুদেশে জন্ম হল দুটি পাতা একটি কুঁড়ি। অতঃপর অন্তহীন গবেষণা। চা-পানের কত রসালো গল্প। আর চা নিয়ে মধুর চর্চা, গম্ভীর আলোচনা, পরামর্শদাতা অবশ্যই লর্ড উইলিয়াম বেন্টিক। সময় ১৮৩৪। ১৮৩৭ সালে অসমে তৈরি চায়ের পেটি জাহাজে চাপিয়ে সমুদ্রযাত্রা ইংল্যান্ডের উদ্দেশ্যে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ব্রিটিশরা চা-বাগান সৃষ্টি করলেও বঙ্গ সন্তানরা পিছিয়ে ছিলেন না। ডাঃ ক্যাম্পবেল ১৮৪০-এ দার্জিলিংয়ে চা চাষে বিপ্লব ঘটান। তরাইয়ের প্রথম চা-বাগান ১৮৬২-তে নিউ চামটা। সুকনা যেতে দেখা যায়। ডুয়ার্সের প্রথম চা-বাগান ১৮৭৮-এ গজলডোবা। ভারতের নানা প্রান্তে চা-বাগান থাকলেও স্বাদে-গন্ধে দার্জিলিং আজও সবার সেরা।
চীন ও জাপানে প্রসাধনসামগ্রী হিসাবে চায়ের পাতার ব্যবহার হয়ে আসছে। চায়ের পাতা ভিজিয়ে সেই নির্যাসে নিয়মিত মুখ ধুলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এক সময় ভারতে চায়ের নির্যাস দিয়ে চুলরং করার প্রদ্ধতি প্রচলিত ছিল। জাপানীরা ভিজে চা পাতা কাপড়ে বেঁধে চোখের উপর দিত যাতে চোখের সৌন্দর্য বৃদ্ধি পায়। চায়ের নির্যাস কাপড়ে ভিজিয়ে কাঠের আসবাবপত্রে ঘষলে আসবাবপত্রে চাকচিক্য ফিরে আসে।

শুক্রবার, ৬ আগস্ট, ২০১০

ইদানিং কালে আপনি শকুন দেখেছেন কি?

    আজকাল পরিবেশ বান্ধব 'শকুন' কে আর সেভাবে দেখতে পাওয়া যায়না। লুপ্ত প্রায় এই পাখিকে বাঁচাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পরিবেশ মন্ত্রক ও বন মন্ত্রক এগিয়ে এল এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে।
    ডুয়ার্সের রাজাভাতখাওয়া জঙ্গলে শকুনের সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র গড়ে তুলতে ১ কোটি টাকা খরচ করবে বন মন্ত্রক। এই অভয়ারণ্যে এখন তিন প্রজাতির শকুন আছে। এগুলি হল স্লেণ্ডারবিলড, এশিয়ান হোয়াইট ব্যাকড এবং লং বিলড প্রজাতির। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (BNHS)-এর সঙ্গে যৌথ উদ্যোগে বন দফতর ২০০৫-এ শকুন প্রজনন শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮২ টি শকুনকে এনে এই অভয়ারণ্যে রাখা হয়েছে। দেশে শকুন সংরক্ষণের এই প্রচেষ্টা এর আগে হয়েছে হরিয়ানার পিঞ্জোরে। শকুনরা বছরে একবারই ডিম পারে। তাও আবার প্রতি বছর নয়। তাই এদের প্রজননের সু-বন্দোবস্ত করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য বন দফতরের বরাদ্দ এই অর্থ খরচ করা হবে। একই সঙ্গে অসুস্থ শকুনদের আলাদাভাবে রাখার ব্যবস্থাও গড়ে তোলা হবে। বিরল হয়ে যাওয়া শকুনদের বাঁচাতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পক্ষীপ্রেমী ও পরিবেশবিদরা।
(তথ্য সূত্রঃ উত্তরবঙ্গ সংবাদ)

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

বক্সায় এখন অনেক বাঘ

একটি সুখবর। জলপাইগুড়ি জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পে এখনও পর্যন্ত ৩৩ টি বাঘের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। বক্সা ব্যঘ্র প্রকল্পের অধিকর্তা আর পি সাহানি জানিয়েছান। ২০০৭ সাল থেকে এই প্রকল্পের বাঘ গননা শুরু হয়। প্রথমে আশানুরূপ ফল পাওয়া না গেলেও এই বছর ফেব্রুয়ারি মাসে বাঘেদের থাবার চিহ্ন, মল ইত্যাদির নমুনা সংগ্রহ করে হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যাণ্ড মলিকিউলার বায়োলজিতে পাঠানো হয়। সেখানে পাঠানো ৮৩ টি নমুনার মধ্যে ৫৫ টি নমুনা পরীক্ষা করে জানা যায় মোট ৩৩ টি বাঘের অস্তিত্ব এখানে রয়েছে। তবে, পুরুষ ও স্ত্রী বাঘের সংখ্যা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও পরিবেশ প্রেমিদের একাংশ মনে করেন আদেও বক্সায় এত বাঘ নেই।
Related Posts with Thumbnails
কপিরাইট © দেবাশিস গুহ, দেবপাড়া চা বাগান, বানারহাট, জলপাইগুড়ি. Blogger দ্বারা পরিচালিত.